মহা শিবরাত্রির ব্রত ও ইতিহাস

প্রতি বছর ফাল্গুন এর রাতে মহা শিবরাত্রি পালন করা হয়। শিব চুতদর্শীর এ রাত্রিতে উপমহাদেশের লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথায় দুধ, ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করেন। মেয়েদের বিশ্বাস এই পূজা করলে ভাল বর পাওয়া যায়। তাই তারা ভাল বর পাওয়ার আশায় এই পূজা টা মহা ধূম ধামে করে।

শিবলিঙ্গ হচ্ছে শিবের প্রতীক। শিব হলো হিন্দু সমাজের প্রধান এবং আদি দেবতা। এজন্যই বলা হয় দেবাদিদেব মহাদেব। রামায়ন যুগেরও আগে, বিভিন্ন কারণে যেখানে শিবের জটিল মূর্তি তৈরি করে পূজা করা সম্ভব হয় নি, সেখানে, অপেক্ষাকৃত নির্মান পদ্ধতি সহজ বলে শিবের প্রতীক হিসেবে শিবলিঙ্গের পূজার প্রচলন হয়।

শিবলিঙ্গ বলে যেটাকে আমরা জানি বা দেখি, সেটা আসলে পুরুষ ও স্ত্রী লিঙ্গের সমষ্টি; পৃথিবীর সমস্ত প্রাণীকূলের সৃষ্টির জন্য যাদের ভূমিকা অপরিহার্য। এই সৃষ্টিকার্য বর্তমানে প্রকাশ্যে লজ্জাকর ব্যাপার হলেও, প্রকৃতপক্ষে এটা অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের বিষয়।

শিবরাত্রি শিবলিঙ্গ

মহাদেব‬ বা শিব বলতেই আমাদের চিত্তজগৎ একটি মুর্তির উদয় হয় যিনি যোগাসনে উপবিষ্ট, বাঘের ছাল পরিহিত, ত্রিশুল ও ডমরুধারী, গলায় তার সাপ ইত্যাদি। কিন্তু এমন একটি মানুষ আমরা ছবির পাতায় এবং পাথর বা মাটির প্রতিমার মধ্যে ছাড়া তো বাস্তবে দেখতে পাই না। অথচ বহুকাল থেকেই দেশে সাড়ম্বরে শিবপূজা চলে আসছে। শিব উপাখ্যান নানাভাবে ছড়িয়ে আছে পুরাণে, গাথায়, কাব্যে, শিল্পকলায়। ভারতে এক সুবিপুল জনসমাজ শৈবকৃষ্টির অনুশীলন নিয়ে চলেছে।

Previous Post
No Comment
Add Comment
comment url